Verses Of My Loneliness

Once I was alone
Roaming around my thoughts,
Pain of being apart
And tearing all the knots.

Nobody was there
Nobody beside me,
I was all alone
Also forever free.

That felt too harsh
Felt too lonely,
Nobody wanted to be
So I was mine only.

Pain inside my mind
Heart to be broken more,
Puzzled seeing the sky
Walking along the seashore.

Seeing melodies of the wind
Harmony of the clouds,
Asking silly questions
Clearing all my doubts.

Nobody wanted to know
Nobody wanted to see,
Nobody liked my thoughts
What I wanted to be.

I owe the sky my life
Owe the sea everything,
They stood by me always
When nobody was standing.

I liked the night sky
With moon and glittering stars,
Everybody laughed at me
Like my life had become farce.

I died everyday
Thinking of being alone,
No one was there to cry
No one was there to mourn.

My heart full of rudeness
What everybody sees,
Lost my friends too many
And some became enemies.

I mumbled in my own
Trying to scramble my happiness,
cause nobody would come to me
In the time of distress.

Life was like a play
I was the lonely player,
No matter what I do
Cause nobody care.

It’s hard to live
And hard to stay alone,
It was difficult to be the same
And I couldn’t even move on.

O’ God show some mercy
O’ God let me be free,
I don’t wanna be here
Like a dying old tree.

Please send someone
At my wasted open door,
I don’t wanna stay like that
I don’t’ wanna be lonely anymore..

-Soumadri Paul

তোমায় ছাড়া

আমি ঘুমিয়ে পড়ি সকাল হতেই
রাত ফুরনোর পরে,
শুকতারাও আমার পানে
চায় যে অবাক করে।
মগন হয়ে ভাবি একা
কেমন আমি নিঃস্ব,
আমার কাছে আমি একা
একা আমার বিশ্ব।
কি নিদারুণ ভবের খেলায়
আমি দিশেহারা,
কেমনে বলো থাকবো ভালো
আমি তোমায় ছাড়া।।

-সৌমাদ্রী পাল।

রাত তিনটে ত্রিশ

রাত্রিতে আমি নিশ্চুপে
আজি একাই জেগে রই,
ভীষন আঁধার
বদ্ধ যে দ্বার
তবু বন্দী আমিতো নই।
রাতটা যত গভীর হয়
নিঃসঙ্গতা ঘিরে ধরে,
চারিদিকে হাহাকার
করে চিৎকার
হঠাৎ অতীত মনে পড়ে।
এ রাতের খোঁজ
আমি কোথা পাই,
বেদনা আমার
অশ্রু জ্যোৎস্নার
তবু পাশে কেহ যে নাই।
আমি মরি প্রতিরোজ
এথা একাকিত্বের মাঝে,
জীবন ছাড়খার
ছেড়ে সংসার
আমি একা আঁধার সাঁঝে।
বেদনার গান আমি লিখেছি
কেউ দেয় না যে তাতে সুর,
আছে কত দেখার
তা হতে লেখার
তাইতো রয়েছি কতটা দূর।।

-সৌমাদ্রী পাল

Love You

I will love you
Till the world ends,
I will write you
Lettrs with love poems.
I am never gonna
Leave in you in hardships,
Let’s go beyond the sky
By the cloudy drifts.
I know you will find
Someone better than me,
You’ll be free from bondage
But I won’t be free.
Please don’t leave my hand
Hold it so hard,
Let’s go beyond the clouds
Be my imaginary bird.

-Soumadri Paul

শেষ কাব্যের শুন্যতা

লিখছি শেষ কবিতা
তবে এ পাতা যে শুণ্য,
আমার কলমের ছোঁয়া পাবে
এ যে ভাবছে নিজেরে ধন্য।
বেদনা গুলো ছন্দের মাঝে আমি বলি
কলমের কালি,দোয়াতে তুলি
আমি শব্দের খেলা খেলি।
আমি নই কবি
আমি কাব্যের উপাসক
আমি লালন-বাউল নই
নই গহীন বনের সাধক।
মনে অহ-রহ
কত যে বিরহ
কেমনে হইবে নিধন,
মনের কষ্ট কেমনে মিটবে
কেমনে হইবে শোধন।
আমার শেষ কাব্যের শূন্যতায়ও
কতো ছন্দ
এতে প্রকৃতির নানা শব্দ
করেছি কুঠুরে বন্ধ।
আমার কাব্য
অশ্রাব্য
তাইতো তাহা শুণ্য
রিক্ত পাতায় সিক্ত নয়নে
দেখি হে কাব্য
প্রতিবারই লাগে তা নব্য।
দিবা-রাত্রির এ প্রহসনে
আমার জীবন হলো নিঃস্ব,
চোখ বুজেও আঁকি আমি
শুণ্য পাতার দৃশ্য।
শুণ্য পাতার ছিন্ন শব্দে
ভিন্ন কতো কষ্ট,
তবে আমার এ শুণ্য কাব্যে
ছন্দ সবই স্পষ্ট।।

The Changing

People changes.Naturally it’s so natural to change.Sometimes they change willingly but sometimes they don’t.It’s the nature which controls the changing. We can’t really be the same as long as we live.So we have to analyze the fact why we are changing. We should know if the changing is for good or for bad.If it is for good we must accept it but uf it is not we must amend it.Accommodating with the change should always be our first priority.If we can’t do that, we won’t be able to accomplish our dreams in the changing world.We must stand and confront the changes to conquer the world.We have to condider it as normal as dreaming in the middle of the night while sleeping.

বোন

বোন,
আমার মতে শব্দটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শব্দগুলোর মধ্যে একটি। কারণ এই শব্দের অনুভব তার কাছেই মহৎ হয়ে উঠে যার কাছে এর অভাবটা সুস্পষ্ট। ভাই-বোনের সম্পর্কটা পৃথিবীর মধুরতম সম্পর্ক কারণ এর মাঝে কোনো তিক্ততা নেই।শুধু আছে ভালোবাসা।কেবল ভালোবাসা।সবসময় রক্তের সম্পর্কটাই মুখ্য নয়।মাঝে মাঝে দুটি অন্তরের আন্তরিকতার বন্ধন্টাই বাহ্যিক রক্ত-সম্পর্ক হতে মুখ্য হয়ে উঠে।এর অনেক কারণের মধ্যে একটা কারণ এই যে এরা পৃথিবীর নিয়মে ভাই-বোন হতে বাধ্য নয়,এরা শুধু প্রকৃতির নিয়মেই সম্পর্কযুক্ত।এদের এই সম্পর্কে কোনো বাধ্যবাধকতা থাকে না।থাকে শুধু ভালোবাসা।অন্তরের প্রগাঢ় ভালোবাসা।কিছু কিছু ক্ষেত্রে এ ভালোবাসা রক্ত-সম্পর্ক হতেও বেশি,খুব বেশী গাঢ় হয়ে উঠে যার রেশ অনন্ত কাল অবধি,ঠিক মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এমনকি মৃত্যুর পরেও থেকে যায়।এ ভালোবাসা লোক দেখানো হয় না কারণ বাহ্যিকভাবে সমাজের নিয়মে চলা সাধারণের এ ভালোবাসাটা বোঝার ক্ষমতা উহ্য রূপেই থেকে যায়।এক্ষেত্রে বোনেরা শুধু বোনের মত নয়,মায়ের মত স্নেহ-মমতা দিয়ে তাদের ভাইকে আগলে রাখে।ভাইদের কাছেও তাদের বোনেরা প্রকৃতির অপার সৌন্দর্য শোভিত লাল গোলাপ রূপে অবস্থান করে যার কাঁটা রূপে ভাইয়েরা তার চারদিকে বিরাজ করে সমস্ত দুঃখ,কষ্ট,বেদনা হতে বোনেদের রক্ষা করে।রক্তের সম্পর্কটা হতে আত্মিক ভাই বোনের সম্পর্কটাই আমার কাছে বেশি প্রিয় কারণ এতে ভালোবাসা ছাড়া অন্য কিছুই চাওয়া-পাওয়ার হিসেবে থাকে না।আর যে সম্পর্কে ভালোবাসাটাই মুখ্য,পৃথিবীতে যতদিন ভালোবাসা থাকবে,সে সম্পর্কটাও ততদিন অটুট রয়ে যাবে।।

অজানায়

স্তব্ধ রাত্রি বেলায় নিস্তব্ধ আমি বসে
নির্ঘুম চোখ বন্ধ তবুও
কত যে ভাবনা আসে
ভাবনা গুলো লিখিনি বলে
আকাশ বাতাসে ভাসে
অত:পর হারিয়ে যায় সে
অজানায়
অজানার গভীরে আমিও হারানো
হারানো আমার পৃথিবী
তবু আজি এঁকে বেড়াই
এ অচেনা পথের ছবি
সেই ছবিতে আমি বাদে সব আছে
আমি তো আজও নিখোঁজ আমারি কাছে।।

-সৌমাদ্রী পাল।

দর্পণ

ঐ উজানের নিস্তব্ধতায় রজনী শিথীল কালে
চন্দ্র তারা রাত্রি প্রহরে রূপালি আলো জ্বালে
সেই আলোর কোমলতায় মনে সুখের আবাহন
সেই স্নিগ্ধ আলোতেই করি সুখের অবলোকন।
রিক্ত শিরে নতমস্তকে তাকে আমার প্রণাম,
হয়তো কভু অর্জিত হবে এতে তাহার সুনাম।
চন্দ্র তারার ঝিকিমিকি খেলায় করিনু সমর্পণ,
নিজের প্রকৃত পরিচয় জানতে রাখিব দর্পণ।
সে দর্পণে দেখতে পাই সব যেন লাগে নতুন,
উল্টো জগত  উল্টো সবই সবার অবস্থা করুণ।
যদি পারতাম যেতে সে দর্পণ রাজ্যে,
হয়তো কোনো এক অপ্রয়োজনীয় কার্যে।
পাল্টে দিতাম সব নিয়ম জগতের,
পরোয়া করতাম না কাহারো মতের।
হতাম আপন রাজ্যের রাজা,
নিজেকে ব্যতীত সকলকেই দিতাম নানা সাজের সাজা।।

-সৌমাদ্রী পাল।

Design a site like this with WordPress.com
Get started