চাঁদের দেশে আমি তুমি
পঙ্ক্ষী ঘোড়ায় চড়ে,
পৌঁছে গেলাম দুজনা সেথায়
সেদিন স্বপ্ন ভোরে।
দাঁড়িয়ে আছি আমি শুধু
তোমার হাত টি ধরে,
ভালোবাসি এ কথাখানা
বলবো কেমন করে।
মন খানাও চাইছে তবু
করেছি বারণ তারে,
আমি তুমি স্বপ্ন মাঝে
চাঁদ প্রহরীর দ্বারে।
গান লিখেছি তোমার তরে
বেঁধেছি মধুর সুরে,
চলো ঘুরি দুজনা
সেইখানেতে হয়ে ভবঘুরে।।
-সৌমাদ্রী পাল।