স্তব্ধ রাত্রি বেলায় নিস্তব্ধ আমি বসে
নির্ঘুম চোখ বন্ধ তবুও
কত যে ভাবনা আসে
ভাবনা গুলো লিখিনি বলে
আকাশ বাতাসে ভাসে
অত:পর হারিয়ে যায় সে
অজানায়
অজানার গভীরে আমিও হারানো
হারানো আমার পৃথিবী
তবু আজি এঁকে বেড়াই
এ অচেনা পথের ছবি
সেই ছবিতে আমি বাদে সব আছে
আমি তো আজও নিখোঁজ আমারি কাছে।।
-সৌমাদ্রী পাল।
