
বোন,
আমার মতে শব্দটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শব্দগুলোর মধ্যে একটি। কারণ এই শব্দের অনুভব তার কাছেই মহৎ হয়ে উঠে যার কাছে এর অভাবটা সুস্পষ্ট। ভাই-বোনের সম্পর্কটা পৃথিবীর মধুরতম সম্পর্ক কারণ এর মাঝে কোনো তিক্ততা নেই।শুধু আছে ভালোবাসা।কেবল ভালোবাসা।সবসময় রক্তের সম্পর্কটাই মুখ্য নয়।মাঝে মাঝে দুটি অন্তরের আন্তরিকতার বন্ধন্টাই বাহ্যিক রক্ত-সম্পর্ক হতে মুখ্য হয়ে উঠে।এর অনেক কারণের মধ্যে একটা কারণ এই যে এরা পৃথিবীর নিয়মে ভাই-বোন হতে বাধ্য নয়,এরা শুধু প্রকৃতির নিয়মেই সম্পর্কযুক্ত।এদের এই সম্পর্কে কোনো বাধ্যবাধকতা থাকে না।থাকে শুধু ভালোবাসা।অন্তরের প্রগাঢ় ভালোবাসা।কিছু কিছু ক্ষেত্রে এ ভালোবাসা রক্ত-সম্পর্ক হতেও বেশি,খুব বেশী গাঢ় হয়ে উঠে যার রেশ অনন্ত কাল অবধি,ঠিক মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এমনকি মৃত্যুর পরেও থেকে যায়।এ ভালোবাসা লোক দেখানো হয় না কারণ বাহ্যিকভাবে সমাজের নিয়মে চলা সাধারণের এ ভালোবাসাটা বোঝার ক্ষমতা উহ্য রূপেই থেকে যায়।এক্ষেত্রে বোনেরা শুধু বোনের মত নয়,মায়ের মত স্নেহ-মমতা দিয়ে তাদের ভাইকে আগলে রাখে।ভাইদের কাছেও তাদের বোনেরা প্রকৃতির অপার সৌন্দর্য শোভিত লাল গোলাপ রূপে অবস্থান করে যার কাঁটা রূপে ভাইয়েরা তার চারদিকে বিরাজ করে সমস্ত দুঃখ,কষ্ট,বেদনা হতে বোনেদের রক্ষা করে।রক্তের সম্পর্কটা হতে আত্মিক ভাই বোনের সম্পর্কটাই আমার কাছে বেশি প্রিয় কারণ এতে ভালোবাসা ছাড়া অন্য কিছুই চাওয়া-পাওয়ার হিসেবে থাকে না।আর যে সম্পর্কে ভালোবাসাটাই মুখ্য,পৃথিবীতে যতদিন ভালোবাসা থাকবে,সে সম্পর্কটাও ততদিন অটুট রয়ে যাবে।।