লিখছি শেষ কবিতা
তবে এ পাতা যে শুণ্য,
আমার কলমের ছোঁয়া পাবে
এ যে ভাবছে নিজেরে ধন্য।
বেদনা গুলো ছন্দের মাঝে আমি বলি
কলমের কালি,দোয়াতে তুলি
আমি শব্দের খেলা খেলি।
আমি নই কবি
আমি কাব্যের উপাসক
আমি লালন-বাউল নই
নই গহীন বনের সাধক।
মনে অহ-রহ
কত যে বিরহ
কেমনে হইবে নিধন,
মনের কষ্ট কেমনে মিটবে
কেমনে হইবে শোধন।
আমার শেষ কাব্যের শূন্যতায়ও
কতো ছন্দ
এতে প্রকৃতির নানা শব্দ
করেছি কুঠুরে বন্ধ।
আমার কাব্য
অশ্রাব্য
তাইতো তাহা শুণ্য
রিক্ত পাতায় সিক্ত নয়নে
দেখি হে কাব্য
প্রতিবারই লাগে তা নব্য।
দিবা-রাত্রির এ প্রহসনে
আমার জীবন হলো নিঃস্ব,
চোখ বুজেও আঁকি আমি
শুণ্য পাতার দৃশ্য।
শুণ্য পাতার ছিন্ন শব্দে
ভিন্ন কতো কষ্ট,
তবে আমার এ শুণ্য কাব্যে
ছন্দ সবই স্পষ্ট।।