রাত্রিতে আমি নিশ্চুপে
আজি একাই জেগে রই,
ভীষন আঁধার
বদ্ধ যে দ্বার
তবু বন্দী আমিতো নই।
রাতটা যত গভীর হয়
নিঃসঙ্গতা ঘিরে ধরে,
চারিদিকে হাহাকার
করে চিৎকার
হঠাৎ অতীত মনে পড়ে।
এ রাতের খোঁজ
আমি কোথা পাই,
বেদনা আমার
অশ্রু জ্যোৎস্নার
তবু পাশে কেহ যে নাই।
আমি মরি প্রতিরোজ
এথা একাকিত্বের মাঝে,
জীবন ছাড়খার
ছেড়ে সংসার
আমি একা আঁধার সাঁঝে।
বেদনার গান আমি লিখেছি
কেউ দেয় না যে তাতে সুর,
আছে কত দেখার
তা হতে লেখার
তাইতো রয়েছি কতটা দূর।।
-সৌমাদ্রী পাল
