আমি ঘুমিয়ে পড়ি সকাল হতেই
রাত ফুরনোর পরে,
শুকতারাও আমার পানে
চায় যে অবাক করে।
মগন হয়ে ভাবি একা
কেমন আমি নিঃস্ব,
আমার কাছে আমি একা
একা আমার বিশ্ব।
কি নিদারুণ ভবের খেলায়
আমি দিশেহারা,
কেমনে বলো থাকবো ভালো
আমি তোমায় ছাড়া।।
-সৌমাদ্রী পাল।
আমি ঘুমিয়ে পড়ি সকাল হতেই
রাত ফুরনোর পরে,
শুকতারাও আমার পানে
চায় যে অবাক করে।
মগন হয়ে ভাবি একা
কেমন আমি নিঃস্ব,
আমার কাছে আমি একা
একা আমার বিশ্ব।
কি নিদারুণ ভবের খেলায়
আমি দিশেহারা,
কেমনে বলো থাকবো ভালো
আমি তোমায় ছাড়া।।
-সৌমাদ্রী পাল।
Fictional Writer & Poet View more posts