Verses Of My Loneliness

Once I was aloneRoaming around my thoughts,Pain of being apartAnd tearing all the knots. Nobody was thereNobody beside me,I was all aloneAlso forever free. That felt too harshFelt too lonely,Nobody wanted to beSo I was mine only. Pain inside my mindHeart to be broken more,Puzzled seeing the skyWalking along the seashore. Seeing melodies of theContinue reading “Verses Of My Loneliness”

তোমায় ছাড়া

আমি ঘুমিয়ে পড়ি সকাল হতেইরাত ফুরনোর পরে,শুকতারাও আমার পানেচায় যে অবাক করে।মগন হয়ে ভাবি একাকেমন আমি নিঃস্ব,আমার কাছে আমি একাএকা আমার বিশ্ব।কি নিদারুণ ভবের খেলায়আমি দিশেহারা,কেমনে বলো থাকবো ভালোআমি তোমায় ছাড়া।। -সৌমাদ্রী পাল।

রাত তিনটে ত্রিশ

রাত্রিতে আমি নিশ্চুপেআজি একাই জেগে রই,ভীষন আঁধারবদ্ধ যে দ্বারতবু বন্দী আমিতো নই।রাতটা যত গভীর হয়নিঃসঙ্গতা ঘিরে ধরে,চারিদিকে হাহাকারকরে চিৎকারহঠাৎ অতীত মনে পড়ে।এ রাতের খোঁজআমি কোথা পাই,বেদনা আমারঅশ্রু জ্যোৎস্নারতবু পাশে কেহ যে নাই।আমি মরি প্রতিরোজএথা একাকিত্বের মাঝে,জীবন ছাড়খারছেড়ে সংসারআমি একা আঁধার সাঁঝে।বেদনার গান আমি লিখেছিকেউ দেয় না যে তাতে সুর,আছে কত দেখারতা হতে লেখারতাইতো রয়েছি কতটাContinue reading “রাত তিনটে ত্রিশ”

অজানায়

স্তব্ধ রাত্রি বেলায় নিস্তব্ধ আমি বসেনির্ঘুম চোখ বন্ধ তবুওকত যে ভাবনা আসেভাবনা গুলো লিখিনি বলেআকাশ বাতাসে ভাসেঅত:পর হারিয়ে যায় সেঅজানায়অজানার গভীরে আমিও হারানোহারানো আমার পৃথিবীতবু আজি এঁকে বেড়াইএ অচেনা পথের ছবিসেই ছবিতে আমি বাদে সব আছেআমি তো আজও নিখোঁজ আমারি কাছে।। -সৌমাদ্রী পাল।

দর্পণ

ঐ উজানের নিস্তব্ধতায় রজনী শিথীল কালেচন্দ্র তারা রাত্রি প্রহরে রূপালি আলো জ্বালেসেই আলোর কোমলতায় মনে সুখের আবাহনসেই স্নিগ্ধ আলোতেই করি সুখের অবলোকন।রিক্ত শিরে নতমস্তকে তাকে আমার প্রণাম,হয়তো কভু অর্জিত হবে এতে তাহার সুনাম।চন্দ্র তারার ঝিকিমিকি খেলায় করিনু সমর্পণ,নিজের প্রকৃত পরিচয় জানতে রাখিব দর্পণ।সে দর্পণে দেখতে পাই সব যেন লাগে নতুন,উল্টো জগত  উল্টো সবই সবার অবস্থাContinue reading “দর্পণ”

নিঃস্বঙ্গ রাত

রাত হলো খুব,ঘুম যে আসে না,কি যে আমি করি,চেয়ে আছি আকাশপানে,হয়ে নিঃস্তব্ধ রাত্রির প্রহরী।জেগে নেই কেউ,সকলে ঘুমিয়ে,প্রকৃতি খুব শান্ত,চেয়ে আছি আমি ঘড়ির কাটায়,নেই কি এই রাতের কোনো অন্ত।কেউ কি জেগে নেই আমার সাথে,খুঁজছি হয়ে আনমনা,কেউ যেন বললো,দাঁড়াও খোকা,আর এগিয়ে যেও না।পেছন ফিরে দেখি ডাকছে আমায়,আকাশের চাঁদ মামা,গোলগাল সে রূপালী রাঙা, পড়নে নেইকো জামা।বললো মোরে,বসো নাContinue reading “নিঃস্বঙ্গ রাত”

।।চাঁদের দেশ।।

চাঁদের দেশে আমি তুমিপঙ্ক্ষী ঘোড়ায় চড়ে,পৌঁছে গেলাম দুজনা সেথায়সেদিন স্বপ্ন ভোরে।দাঁড়িয়ে আছি আমি শুধুতোমার হাত টি ধরে,ভালোবাসি এ কথাখানাবলবো কেমন করে।মন খানাও চাইছে তবুকরেছি বারণ তারে,আমি তুমি স্বপ্ন মাঝেচাঁদ প্রহরীর দ্বারে।গান লিখেছি তোমার তরেবেঁধেছি মধুর সুরে,চলো ঘুরি দুজনাসেইখানেতে হয়ে ভবঘুরে।। -সৌমাদ্রী পাল।

Design a site like this with WordPress.com
Get started